৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

জম্মু ও কাশ্মীরে ফের তুষারপাত, পাহাড় ঢেকে গেল সাদা বরফে

High News Digital Desk:

শীতের বিদায়লগ্নে ফের তুষারপাতের সাক্ষী হল জম্মু ও কাশ্মীরে। বৃহস্পতিবার বাকতুর, কানজলওয়ান ও তুলাইল উপত্যকা-সহ গুরেজ উপত্যকা জুড়ে বান্দিপোরার ওপরের অংশে ভারী তুষারপাত দেখা গিয়েছে। রাজদান পাসে প্রায় ৩ ফুট বরফ জমে গিয়েছে। প্রবল তুষারপাতের কারণে গুরেজের ভিতরের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়, গাছপালা ঢেকে গিয়েছে বরফের চাদরে।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকেই কাশ্মীর উপত্যকায় নতুন তুষারপাত হয়েছে। এই তুষারপাত আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে, এই সময়ে সমভূমিতে বৃষ্টি প্রত্যাশিত। গুলমার্গে প্রবল তুষারপাত পর্যটকদের আনন্দিত করে তুলেছে। যদিও গত মাসে কম তুষারপাতের কারণে খেলো ইন্ডিয়া গেমস স্থগিত করা হয়েছিল।

Scroll to Top