স্নায়ুর বিরল অসুখে শ্রবণশক্তি হারিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগ্নিক| নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে সেকথা শেয়ার করেছেন স্বয়ং শিল্পী| তিনি লিখেছেন, আমার প্রিয় অনুরাগী, বন্বু ও অনুগামীদের উদ্দেশে আমি জানাচ্ছি, বেশ কয়েকদিন ধরে আমি চপচাপ থাকার কারণে অনেকেই আমাকে অনেক প্রশ্ন করেছেন| তাই নীরবতা ভাঙলাম| কিছ সপ্তাহ আগে বিমানযাত্রা শেষে আমি অনুভব করি, কানে কিছ শুনতে পাচ্ছি না| চিকিত্সকের কাছে গিয়ে জানতে পারি, এক বিরল সমস্যায় ভগছি আমি| নিজের অসচেতনতার জেরে স্নায়ুর এই বিরল রোগে আক্রান্ত হয়েছি আমি| আপনারা আমার জন্য প্রার্থনা করুন| আপনাদের ভালোবাসা আমাকে আমার আগের কর্মচঞ্চল জীবনে ফিরে যেতে সাহায্য করবে| পাশাপাশি, গায়িকা তাঁর সহকর্মী ও শুভাকাঙক্ষীদের হেডফোন ব্যবহার সম্পর্কে সতর্ক করেছেন| শিল্পীর ওই পোস্টের প্রতিক্রিয়ায় উদ্বেগ প্রকাশ ও আরোগ্য কামনা করেছেন অনেকেই| অলকা ইয়াগ্নিকের জন্ম গুজরাটি পরিবারে| মায়ের কাছেই গান শেখা| বাংলা, হিন্দি তো বটেই – অন্যান্য ভাষাতেও গান গেয়ে বিশ্ববাসীর মন জয় করেছেন অলকা ইয়াগ্নিক| গদর ২-এ শেষবার গান গাইতে শোনা গিয়েছে শিল্পীকে|









