৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

জগন্নাথ মন্দিরের প্রশ্ন উঠতেই উষ্মা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার

High News Digital Desk:

পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকে চলছে একাধিক বিতর্ক। তা নিয়ে প্রশ্ন উঠতেই সাংবাদিকদের কাছে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘আমি পুরী মন্দিরকে সম্মান করি, জগন্নাথ ধামকেও সম্মান করি। মা কালীর মন্দির তো গোটা ভারতে সব জায়গায় আছে। মহাদেবের মন্দিরও সব জায়গায় আছে। মন্দির তো সব জায়গাতেই হয়। বিজেপির এত রাগের কারণ কী?’

মন্দির বিতর্কের পুরোটাই বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপি মন্দির নিয়ে কিছু করলে তো আমি কোনও টিপ্পনি কাটি না! তাহলে ওদের এত রাগ হচ্ছে কেন?’

প্রসঙ্গত, মন্দিরের নাম থেকে স্থাপন-সহ একাধিক বিষয় নিয়ে তোপ দেগেছে গেরুয়া শিবির। এমনকী দিঘা জগন্নাথ মন্দিরের নাম নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেছেন ওড়িশার বিদ্বজনদের একাংশ। পাশাপাশি পুরীর মন্দির থেকে পবিত্র নিমকাঠ দিঘায় আসা এবং তা ব্যবহার ঘিরেও বিস্তর জলঘোলা হয়েছে।

Scroll to Top