১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগ : রোনাল্ডোর রেকর্ডে ভাগ বসালেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া, গড়লেন দুটি রেকর্ড

High News Digital Desk:

গত সপ্তাহে প্রথম লেগে ফেররান তরেসের গোলে অবদান রেখে একটি রেকর্ড গড়েছিলেন রাফিনিয়া। বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়নস লিগের এক আসরে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে সবচেয়ে বেশি ২০টি গোলে অবদান রেখে ছাড়িয়ে যান ক্লাবটির কিংবদন্তি লিওনেল মেসিকে। এবার আরেকটি রেকর্ডে আরেক মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে বসলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

এদিন ইন্টার মিলানের বিপক্ষে একটি গোল করার পর চ্যাম্পিয়নস লিগের এক আসরে এই নিয়ে সবচেয়ে বেশি গোলে অবদান (গোল+অ্যাসিস্ট) রাখার কীর্তি গড়লেন রাফিনিয়া, ২১টি। ২০১৩-১৪ আসরে ২১টি গোলে অবদান রেখে রেকর্ডটি গড়েছিলেন পর্তুগিজ তারকা রোনাল্ডো রিয়াল মাদ্রিদের জার্সিতে। একই সঙ্গে আরেক রেকর্ডেও নাম লেখালেন রাফিনিয়া। ইউরোপ সেরার মঞ্চে বার্সেলোনার হয়ে এক মরসুমে সর্বোচ্চ ৯টি অ্যাসিস্ট করলেন তিনি। ১৯৯৯-২০০০ আসরে সমান ৯টি অ্যাসিস্ট করে রেকর্ড গড়েছিলেন আরেক পর্তুগিজ গ্রেট লুইস ফিগো।

Scroll to Top