নিজেদের মাঠে বড় হারের প্রতিশোধটা প্রায় নিয়েই নিচ্ছিল বরুশিয়া ডর্টমুন্ড। সেগু গিগাসির হ্যাটট্রিকে আশা জাগালেও শেষ পর্যন্ত পারল না বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে বড় জয়ের পর প্রতিপক্ষের মাঠে ম্রিয়মাণ থেকেও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে চলে গেল হান্সি ফ্লিকের দল বার্সেলোনা।
কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে মঙ্গলবার রাতে ডর্টমুন্ডের মাঠে ৩-১ গোলে হারলেও, দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে থেকে শেষ চারের টিকিট পেয়েছে বার্সেলোনা। ২৪ ম্যাচ পর ও ২০২৫ সালে প্রথম হারের স্বাদ পেল বার্সেলোনা। গোলের জন্য ১৮টি শট নিয়ে ১১টি শট লক্ষ্যে রাখতে পেরেছে ডর্টমুন্ড। আর বার্সেলোনার ৭টি শটের কেবল দুটি লক্ষ্যে ছিল।
নবম মিনিটে বক্সে পাসকেল গ্রসকে ফাউল করে স্বাগতিকদের পেনাল্টি উপহার দেন বার্সেলোনার গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি। স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন গিগাসি। দ্বিতীয়ার্ধের শুরুতে অর্থাৎ ৪৯ মিনিটে কর্নারে রামির হেড থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন গিগাসি।
এই গোলের ৪ মিনিট পরই আত্মঘাতী গোলে গতবারের রানার্সআপ ডর্টমুন্ড ব্যবধান ২-১ করে ফেলে। ফের্মিন লোপেসের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ডিফেন্ডার রামি। দুই লেগ মিলিয়ে তখন ৫-২ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গিগাসি। বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্দ আরাউহো বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেই বল পেয়ে গোলটি করেন গিনির এই ফরোয়ার্ড গিগাসি। ২০১৯ সালের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালে উঠল বার্সেলোনা। ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখ অথবা ইন্টার মিলানের মুখোমুখি হবে তারা।