২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বার্সেলোনা – ইন্টার মিলান

High News Digital Desk:

সোমবার ইন্টারের মাঠে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াই। দ্বিতীয় লেগে মুখোমুখি বার্সেলোনা ও ইন্টার মিলান। প্রথম লেগে বার্সেলোনার মাঠে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার। রোমাঞ্চকর লড়াইটি ড্র হয় ৩-৩ গোলে। সান সিরোয় ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে চেষ্টার কোনও কমতি রাখতে চায় না ইন্টার। তার জন্য ঘরের মাঠে সমর্থকদের পাশে চান ইন্টার মিলানের ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। বাস্তোনি বলেছেন, “প্রথম লেগে বার্সেলোনার মাঠে দুই দফায় এগিয়ে গিয়েও জিততে পারেনি ইন্টার। ওই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াইয়ে আমরা ঝাঁপিয়ে পড়তে চাই। বার্সেলোনার বিপক্ষে ‘২০০ শতাংশ’ দিয়ে লড়ার প্রত্যয় রয়েছে ইন্টারের প্রতিটি খেলোয়াড়ের।”

আলেস্সান্দ্রো বাস্তোনি বলছেন, “সমর্থকদের অবশ্যই উজ্জীবিত থাকতে হবে এবং আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে।”

Scroll to Top