৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

চোখের চিকিৎসা সেরে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

High News Digital Desk:

চোখের চিকিৎসা সেরে কলকাতা ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা ৭টা ৫ নাগাদ ফ্লাই এমিরেটসের বিমানে দুবাই থেকে কলকাতা ফেরেন।  তিন সপ্তাহের প্রবাসের পর বাড়ি ফিরলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৬ জুলাই দেশ ছেড়েছিলেন তিনি।  দুবাই এবং আমেরিকায় নিজের চিকিৎসা করানোর জন্য গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ২০১৬ সালে মুর্শিদাবাদ থেকে ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়েছিল। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। গত বছর সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোরের হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সেসময়ও তিনি প্রায় ২৫ দিন ছিলেন আমেরিকায়।  যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাওয়া নিয়ে সমালোচনা শুরু হয়। তিনি বিদেশে পালিয়েছেন বলেও দাবি করেন বিরোধীদের একাংশ। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের চোখের চিকিৎসায় ছবি শেয়ার করেন। তিনি যে চোখের চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন তার ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যমে। সেই ছবি শেয়ারের পরেও বিতর্ক শুরু হয়। বিরোধীদের দাবি, চোখের চিকিৎসায় অছিলায় বিদেশে নিজের বিনিয়োগের দেখভাল করতে গিয়েছেন অভিষেক। যদিও এব্যাপারে তৃণমূলের সাধারণ সম্পাদকের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চিকিৎসা সেরে রবিবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে ছিল কালো টি শার্ট। মেয়ে আজানিয়ার হাত ধরে বিমানবন্দরের বাইরে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয়। হাত দেখিয়ে তিনি জানিয়েছেন, ভাল আছেন। তবে যাদবপুর নিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করেননি তিনি।

Scroll to Top