৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

চুম্বনের জন্য লুই রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা, ফুটবল প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রুবিয়ালেস?

High News Digital Desk:
  • চুম্বনের জন্য লুই রুবিয়ালেসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা, ফুটবল প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রুবিয়ালেস?

চুম্বন কাণ্ডে চাপ ক্রমশই বাড়ছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুই রুবিয়ালেসের উপর। স্পেনের প্রধানমন্ত্রী এভ বিষয়ে তীব্র নিন্দা করেছেন, এবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। চুম্বনের জন্য স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে ফিফা। চাপে মুখে অবশেষে পদত্যাগ করতে চলেছেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুই রুবিয়ালেস। একটি রিপোর্ট অনুসারে বৃহস্পতিবারই দেশের ফুটবল প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রুবিয়ালেস। সংবাদ সংস্থার খবর অনুসারে বৃহস্পতিবারই বৈঠকে বসেন স্পেনের ফুটবল সংস্থার কর্তারা। সেখানে রুবিয়ালেসকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিতর্কে জড়িয়ে পড়েন স্প্যানিশ ফুটবল সংস্থার প্রধান। দলের মিডফিল্ডার জেনিফার হারমোসো জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রধান।এই ঘটনা ভালোভাবে নেননি হারমোসো। সাজঘরে ফিরে জানান, রুবিয়ালেসের এই ব্যবহার তার ভালো লাগেনি। হারমোসোর সেই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। এই ঘটনায় প্রবল বিতর্ক শুরু হয়, একজন মহিলা ফুটবলারকে প্রকাশ্যে যেভাবে চুম্বন করেন লুই রুবিয়ালেস, তাতে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় দেশের ফুটবল ফেডারেশনকে। চাপে মুখে পড়ে অবশেষে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইতে বাধ্য হন স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান। একটি পোস্ট করে রুবিয়ালেস বলেন, ‘আমার কাছে ক্ষমা চাওয়া এবং এই ঘট‌না থেকে শিক্ষা নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। এরপর থেকে ফেডারেশনের প্রতিনিধিত্ব করার সময় আমাকে আরও সতর্ক থাকতে হবে। অবশ্যই আমি ভুল করেছি। আমাকে তা স্বীকার করতেই হবে।

Scroll to Top