- চার বছর পরে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল, সেমি-ফাইনালে লড়াই কঠিন’,ম্যাচের আগে বলছেন কুয়াদ্রাত
চার বছর পরে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। আজ শেষ চারের লড়াইয়ে লাল-হলুদ ব্রিগেডের সামনে নর্থ-ইস্ট ইউনাইটেড। সেমিফাইনালের আগে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত সতর্ক। সেমি-ফাইনালের আগে অবশ্য সতর্ক লাল-হলুদের প্রধান কোচ কুয়াদ্রাত। তিনি বলেছেন, ‘গোকুলমের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই করে আমরা সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছি। এই টুর্নামেন্টে নর্থ ইস্ট ইউনাইটেড এখনও পর্যন্ত অপরাজিত। ওদের দলে তরুণ ও অভিজ্ঞ ফুটবলারদের সংমিশ্রণ ভালো আছে। ওদের দল খুব ভালো লড়াই করতে পারে। এই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।’ দলে ক্লেইটন সিলভা ছাড়া বাকি ৫ জন বিদেশি ফুটবলারই নতুন। তবে দলের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন বোরহা হেরেরা, সিভেরিও, এলসে, সল ক্রেসপো, হোসে অ্যান্টনিও পার্দো লুকাস। নন্দকুমার শেখর, প্রভসুখন গিল, নিশু কুমার, মন্দার রাও দেশাই, এডউইন বনসপলও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। কোচের গেম রিডিং, ফুটবলার পরিবর্তন কার্যকর হচ্ছে। ফলে লাল-হলুদ শিবিরে এখন সুখের পরিবেশ। কোচ-ফুটবলার-সাপোর্ট স্টাফদের মধ্যে তালমিল দেখা যাচ্ছে। ম্যাচের সময় এটা কাজে লাগছে। এবার ডুরান্ড কাপে ৯০ মিনিটের পর সরাসরি টাইব্রেকারে যাবে ম্যাচ। সেই কারণেই নর্থ ইস্টের মুখোমুখি হওয়ার আগে পেনাল্টি অনুশীলন করলেন ইস্টবেঙ্গলের ফুটবলাররা। কুয়াদ্রাত ম্যাজিকের অপেক্ষায় ইস্টবেঙ্গল ভক্তরা।