৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

চাকরি চাই বলে স্লোগান, বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির

High News Digital Desk:

আগামী বছর বিধানসভা নির্বাচনের বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারি কর্মী থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের উপভোক্তা— সকলের দিকেই নজর ছিল বাজেটে। ডিএ বৃধ্দির পাশাপাশি নারী ও শিশু কল্যাণে বরাদ্দ বৃদ্ধি করছে রাজ্য সরকার। এছাড়াও নদীকেন্দ্রিক এলাকায় ‘নদী বন্ধন’ নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হল রাজ্য বাজেটে। এই প্রকল্পে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বাজেট বাজেট পেশ করার সময় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন চন্দ্রিমা। চন্দ্রিমার বাজেট পেশের শুরুতেই বিধানসভায় ‘চাকরি চাই’, ‘চাকরি চাই’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়কেরা। স্লোগান ওঠে আরজি কর নিয়েও। বাজেট পেশের মধ্যেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

Scroll to Top