নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার মহত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনে আত্মহত্য়ার চেষ্টা করেন দু’জন ব্যক্তি। দুপুর ২ টো ২৭ নাগাদ এক পুরুষ এবং তাঁর সঙ্গে থাকা মহিলা চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেছিলেন এমজি রোড স্টেশনে। তড়িঘড়ি দাঁড়িয়ে পড়ে মেট্রো। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। যুগলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা।২.৫৮ মিনিটে ফের মেট্রো চলাচল স্বাভাবিক হয়। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, আপাতত এই ঘটনায় কেউ মারা যাননি। আত্মহত্যা রুখতে মেট্রোর তরফে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনে এলইডি স্ক্রিনে আত্মহত্যা কমানোর জন্য বিশেষ প্রচারও চালানো হয়েছে। মানসিক সমস্যায় জর্জরিত ব্যক্তির সাহায্যের জন্য হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। তবে এত কিছুর পরেও কিন্তু মেট্রোয় আত্মহত্যার ঘটনা রোখা যাচ্ছে না।








