২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫
২৩ কার্তিক ১৪৩২ রবিবার ০৯ নভেম্বর ২০২৫

‘চরম অসংবেদনশীলতা,’ সন্দীপ ঘোষের নিন্দায় জাতীয় মহিলা কমিশন

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজের সদ্য-প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সাংবাদিক বৈঠকে নিহত নির্যাতিতার নাম উল্লেখ করে বক্তব্য পেশ করেছিলেন। বিষয়টিকে অত্যন্ত অসংবেদনশীল ও আইন-বিরুদ্ধ বলে মনে করছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের সদস্য আজ সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে সন্দীপ ঘোষকে বিজ্ঞপ্তি পাঠিয়ে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

এছাড়াও নিহত নির্যাতিতার বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন সন্দীপ ঘোষ। এ’দিন তাঁর সেই মন্তব্যের কড়া নিন্দা করল জাতীয় মহিলা কমিশন। জানানো হল, ‘সন্দীপ ঘোষের মন্তব্য চূড়ান্ত অসংবেদনশীল ও দুর্ভাগ্যজনক।’

মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি সাংবাদিকদের জানিয়েছেন, আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে তাঁর। কথা হয়েছে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গেও। আন্দোলনকারীদের দাবি পূরণের জন্য কর্তৃপক্ষের কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। যেহেতু আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ বদল হয়েছে, তাই এক্ষেত্রে নতুন কর্তৃপক্ষ সবে দায়িত্বভার গ্রহণ করছে। আন্দোলনরত পড়ুয়াদের দাবিগুলি নতুন করে নবনিযুক্ত কর্তৃপক্ষের কাছে পেশ করতে অনুরোধ জানিয়েছে জাতীয় মহিলা কমিশন।

পুলিশকে জাতীয় মহিলা কমিশনের অনুরোধ, ‘যত দ্রুত সম্ভব আইনানুগ পথে তদন্ত শেষ করতে হবে। শুধু এই শহরে নয়, গোটা দেশেই যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’ এমন অমানবিক ঘটনার তদন্তে পুলিশকে সংবেদনশীল হতেও অনুরোধ করেছে জাতীয় মহিলা কমিশন। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি সাংবাদিকদের বলেন, ‘তদন্ত চলছে। পুলিশকে কিছুটা সময় দিতে হবে। পুলিশ এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে গ্রহণ করেছে। আমরা পুলিশকে দ্রুত কঠোর পদক্ষেপ করতে অনুরোধ জানিয়েছি।’

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা প্রসঙ্গে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গলদ ছিল। তা নিশ্ছিদ্র করতে হবে। এ’ব্যাপারে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে। তা পূরণের জন্য কিছুটা সময় চেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।’

আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ সমস্ত রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সোমবারই রিপোর্ট পাঠিয়েছে বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি।

Scroll to Top