২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

চড়া রোদ, ট্রাফিক পুলিশ কর্মীদের কাজের সময় কমানো হল

High News Digital Desk:

মার্চের শুরু থেকেই চড়ছে গরম। দিনের বেলা কলকাতার গড় তাপমাত্রা ৩৭/৩৮ ডিগ্রি ছুঁয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে। এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারও ট্রাফিক পুলিশ কর্মীদের ডিউটির সময় কমানো হল। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে সামার কিট তুলে দেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। সেখানেই একথা জানান তিনি।

সিপি বলেন, “গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট করেই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করতে হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেজন্য তাঁদের ডিউটির সময় ২ ঘণ্টা কমানো হল। এখন থেকে তাঁরা ৬ ঘণ্টা ডিউটি করবেন।” গরমের সময় রোদে দাঁড়িয়ে ডিউটি করতে অসুবিধা হয় ট্রাফিক পুলিশ কর্মীদের। সেজন্য এদিন তাঁদের সামার কিট তুলে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জলের বোতল, ওআরএস, সানগ্লাস, এবং ছাতা। কলকাতায় ট্রাফিক পুলিশের অধীনে রয়েছেন ৫ হাজার ৫৭৮ জনপুলিশ কর্মী। এদের সকলকেই দেওয়া হবে এই সামার কিট।

Scroll to Top