৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২ রবিবার ২১ সেপ্টেম্বর ২০২৫

গ্লোবাল সাউথ সামিটে মোদির নিশানায় বিচ্ছিন্নতাবাদ

High News Digital Desk:

নয়াদিল্লি :  ‘সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ ও চরমপন্থা আমাদের সমাজ-সভ্যতার পক্ষে গুরুতর আশঙ্কার বিষয়।’ সংবাদ সংস্থা পিটিআই (PTI) সূত্রে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শনিবার ভার্চুয়াল ভাবে অনুষ্ঠিত গ্লোবাল সাউথ সামিটে (Global South Summit) এমনই বার্তা দিয়েছেন।

আজ তাঁর আয়োজিত সামিটে (Global South Summit) অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেছেন, ‘চতুর্দিকে অস্থির পরিস্থিতি। কোভিডের (Covid) কবল থেকে এখনও আমরা পুরোপুরি বেরিয়ে আসতে পারিনি। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতি আমাদের উন্নয়ন-যাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) গ্লোবাল সাউথ সামিটের (Global South Summit) আয়োজন করে ভার্চুয়ালি এই বার্তাও দিয়েছেন যে, ‘বিশ্ব জুড়ে আমরা এখন কেবল আবহাওয়ার পরিবর্তন-জনিত সমস্যাগুলিরই মুখোমুখি নই, খাদ্য-স্বাস্থ্য-শক্তি সুরক্ষার বিষয়েও আমাদের উদ্বেগ বাড়ছে।’

সংবাদ সংস্থা পিটিআই (PTI) জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)
এদিনের গ্লোবাল সাউথ সামিটে (Global South Summit) বারবার সামগ্রিক উন্নয়নের পক্ষে সওয়াল করেন। চিহ্নিত করেন উন্নয়নের বাধাগুলিকে। সেই বাধাবিঘ্নগুলি নিরসনের জন্য আলোচনারও আহ্বান জানান নরেন্দ্র মোদি।

এমন একটি আয়োজনে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকায় অংশগ্রহণকারী দেশগুলি তাদের সন্তোষ প্রকাশ করেছে। এই সামিট নিয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি তাঁর এক্স (X) হ্যান্ডলে নিজের ভাষণের বিভিন্ন অংশের ভিডিও পোস্ট করেছেন।

Scroll to Top