উত্তর প্রদেশের ঝাঁসিতে পুলিশের গুলিতে আহত হয়েছে কুখ্যাত পশু পাচারকারী রশিদ ওরফে পিস্টন। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এক পুলিশ আধিকারিক জানান, মধ্যপ্রদেশ থেকে পশু পাচারের খবর পেয়ে পুলিশ বাজনা রোডে নাকা চেকিং চালায়। একটি গাড়িকে আটকানোর চেষ্টা করলে পাচারকারীরা গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে রশিদের পায়ে গুলি লাগে। তার সঙ্গী সলমন আত্মসমর্পণ করে। পুলিশ ওই গাড়ি থেকে ৬টি মহিষ উদ্ধার করেছে।









