৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

গোকুলম কেরালা এফসি কে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ সেমি-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল

High News Digital Desk:
  • গোকুলম কেরালা এফসি কে ২-১ গোলে হারিয়ে ডুরান্ড কাপ সেমি-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যোগ্য দল হিসেবেই জয় পেল ইস্টবেঙ্গল। গোকুলম কেরালা এফসি কে- ২-১ গোকেলে হারিয়ে ডুরান্ড কাপ সেমি-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল।  ডুরান্ড কাপে অব্যাহত ইস্টবেঙ্গলের জয়রথ। চলতি মরশুমে একবারও ম্যাচ হেরে মাঠ ছাড়েনি ইস্টবেঙ্গল। সেই ধারাই বজায় থাকল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেও। বৃষ্টিভেজা মাঠে দুরন্ত পারফর্ম করে জয় পেল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি ইস্টবেঙ্গল। প্রথম মিনিটেই গোল করেন জর্ডন এলসে। পিছিয়ে থাকা অবস্থাতেও ম্যাচে ফেরার তাগিদ দেখা যায় ফুটবলার মধ্যে। ৫৭ মিনিটের মাথায় ম্যাচে ফেরে গোকুলাম। অনবদ্য হেড মেরে গোল করেন বউবা। ৭৮ মিনিটে মাঠের প্রান্ত থেকে ক্রস বাড়ান নিশু কুমার। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই জড়িয়ে দেন বউবা। সেখানেই ম্যাচে ভাগ্য লেখা হয়ে যায়। ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ২৯ আগস্ট ঘরের মাঠেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে সেমি-ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিতলেই ১১ বছর পর সর্বভারতীয় ট্রফি জয়ের হাতছানি। ২০১২ সালে শিলিগুড়িতে ফেডারেশন কাপ ফাইনালে ডেম্পো স্পোর্টস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে আর সর্বভারতীয় ট্রফি নেই। তবে এবার সাফল্যের আশা জাগিয়েছেন সল ক্রেসপো, বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিংরা।

Scroll to Top