১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫
১৯ কার্তিক ১৪৩২ বুধবার ০৫ নভেম্বর ২০২৫

গুলিতে জখম বিজেপির ২ কর্মী, ভাটপাড়া স্টেট জেনারেলে চিকিৎসাধীন

কলকাতা : বিজেপির ধর্মঘটের দিনে ছড়াল প্রবল উত্তেজনা। তীব্র অশান্তির কেন্দ্রে সেই ভাটপাড়া৷ ধর্মঘটের সকালেই ভাটপাড়ায় বিজেপি কর্মীকে লক্ষ করে চলল গুলি। মোট ৭ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ, যুব বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডেকে (Priyangu Pandey) লক্ষ করে গুলি চালানো হয়েছিল। অল্পের জন্য তিনি রক্ষা পেলেও আহত হন অপর ২ বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকে।

হামলার মুহূর্তের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গাড়ির মধ্যে বসে আছেন বিজেপি কর্মীরা। গাড়ির সামনে থেকে বেশ কয়েকজন গুলি চালাচ্ছে। কাচ ভেদ করে গুলি ঢুকে যাচ্ছে গাড়ির ভিতরে। আহত বিজেপি কর্মীদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, ‘প্রিয়াঙ্গুর গাড়ি লক্ষ করে গুলি, বোমা ছোড়া হয়। ৭ রাউন্ড গুলি চলেছে। এসিপির উপস্থিতিতে হয়েছে। সোমনাথ শ্যাম ও তরুণ সাউয়ের নির্দেশে গুলি চলেছে।’
যদিও অর্জুনের এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। প্রিয়াঙ্গু পান্ডে সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘আজ বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি যাওয়ার সময় ভাটপাড়া পুরসভার জেটিং মেশিন দিয়ে আমার রাস্তা আটকানো হয়। ৫০ থেকে ৬০ জন লোক তখন আমার গাড়িকে টার্গেট করে। ৬ থেকে ৭ রাউন্ড গুলি চালানো হয়। ৬ থেকে ৭টি বোমাও ছোড়া হয়। তৃণমূল ও পুলিশের ষড়যন্ত্র এটা।’

বিজেপির রাজ্য সভাপতি এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, ‘টার্গেট ছিল প্রিয়াঙ্গু পান্ডে। গাড়ির চালক ও আরেক বিজেপি কর্মীর গুলি লেগেছ।… তৃণমূলের নেতারা আমাদের ফাল্গুনী পাত্র সহ নেতাদের মারধর করছে ব্যারাকপুর স্টেশনে।… আমরা কোন রাজ্যে বাস করছি?’

বার বার অশান্তির কেন্দ্রস্থল ভাটপাড়া। অস্ত্র থেকে বোমা – এসব উদ্ধার হয়েছে অতীতেও। শাসক থেকে বিরোধী, প্রত্যেকেরই অভিযোগ ভাটপাড়ায় চলছে দুষ্কৃতীরাজ। ধর্মঘটের সকালে গুলি-বোমা ছোড়ার ঘটনায় থমথমে ভাটপাড়া। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Scroll to Top