গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র:
সোমবার তৃণমূল নেতা তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুকে ব্যথা, জ্বর ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। রাত সাড়ে আটটা নাগাদ বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তাঁর। এরপর তিনি অসুস্থতা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে আসেন। চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। এক্স-রে, ট্রপ-টি, ব্লাড টেস্ট-সহ একগুচ্ছ পরীক্ষা করা হয় তাঁর। অবস্থা বুঝে দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসকরা। শেষ খবর, আপাতত উডবার্ন ব্লকে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় মুখ মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী। অতীতে রাজ্য মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মদন মিত্র। এসএসকেএম হাসপাতালেও এককালে প্রচণ্ড প্রভাব ছিল কামারহাটির তৃণমূল বিধায়কের। এখন দলের বড় কোনও পদে না থাকলেও, বঙ্গ রাজনীতির আঙিনায় একইরকম জনপ্রিয় মদন মিত্র। আপাতত এসএসকেএম-এর উডবার্ন ব্লকের ২০৬ নম্বর কেবিনে ভর্তি রাখা হয়েছে তাঁকে তৃণমূল বিধায়ককে। বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। স্বাভাবিক ভাবেই মদনের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক বিধায়কই। প্রাথমিক অনুমান অনুযায়ী, নিউমোনিয়ায় আক্রান্ত হতে পারেন বিধায়ক। তবে সমস্ত রিপোর্ট পাওয়ার আগে সেবিষয়ে কিছু বলতে রাজি নন চিকিৎসকরা। বিগত কয়েকদিনে জেলায় জেলায় বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। রবিবারও কর্মসূচি ছিল তাঁর। রবিবার হলদিয়ার ক্ষুদিরাম মেলার উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি। এরপর সোমবার সকালে বিধানসভায় গিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন যোগ দিয়েছিলেন তিনি।বিধানসভা সূত্রে খবর, অধিবেশন চলাকালীন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছিলেন তখন মদন মিত্রকে খানিক কাশতে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে তাঁকে জিজ্ঞাসা করেন কী হয়েছে? সেই সময়ই মদন মিত্র তাঁকে জানিয়েছিলেন তাঁর ঠান্ডা লেগেছে। রাজনীতির পরিসরেই নয়, রাজনীতির আঙিনার বাইরেও ভীষণ জনপ্রিয়তা মদন মিত্রর। সম্প্রতি একটি সিনেমাও করেছেন তিনি। রাজনীতির পরিসরে হোক বা সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতেই মদনের সমান বিচরণ। ফেসবুকে মদন মিত্রের লাইভ দেখার জন্য হুড়মুড়িয়ে ভিড় করেন প্রচুর মানুষ, তাঁদের মধ্যে অরাজনৈতিক অনুগামীও রয়েছেন অনেক।