৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর| মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি|

High News Digital Desk:

গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর| নিয়ে যাওয়া হল হাসপাতালে|
কোচবিহারের দিনহাটায় মঙ্গলবার গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের| খবর, মঞ্চে গাইতে গাইতেই অসুস্থ বোধ করেন তিনি| অনুষ্ঠানের মাঝেই নেমে আসেন মঞ্চ থেকে| তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়| উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উত্সবের আয়োজন করা হয়েছিল| সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল বিখ্যাত গায়িকা মোনালি ঠাকুরকে| নির্ধারিত সময়ে দিনহাটা পৌঁছন তিনি| মঙ্গলবার রাতে দিনহাটা উত্সবে উপস্থিত হন মোনালি| নির্দিষ্ট সময় গানে মাতিয়ে রাখেন দর্শকদের| গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন মোনালি| তাঁর নিঃশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়| সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়| রাতেই মোনালিকে ভর্তি করা হয় দিনহাটার একটি হাসপাতালে| প্রাথমিক চিকিত্সার পর শিল্পীকে ছেড়ে দেওয়া হয়| তিনি হোটেলে ফিরে আসেন| ঘটনার সত্যতা নিয়ে গায়িকার দিদি মেহুলি ঠাকুর জানিয়েছেন, এই খবর আংশিক সত্যি| মোনালি মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই| কিন্তু হাসপাতালে ভর্তি হননি|

মেহুলি আরও জানিয়েছেন, ৱুধবার মুম্বই ফিরে যাচ্ছেন মোনালি| সেখানে চিকিত্সা করাবেন| প্রয়োজনে কিছু দিন হয়তো বিশ্রাম নেবেন| আশা, তাতেই তিনি আগের মতো সুস্থ হয়ে উঠবেন|

Scroll to Top