২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

গরিবের ঘরে মাটির দাওয়ায় বসে চা খান পরামর্শ মমতার

High News Digital Desk:

কেবলমাত্র তৃণমূলের কর্মীদেরই নয়, একাধিক সরকারি আধিকারি আদৌ সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা করেন কি না তা নিয়েও প্রশ্ন থেকে গিয়েছে। বহু ক্ষেত্রে দেখা যায় সরকারি কর্মী আধিকারিকরা কার্যত ঠান্ডাঘরে বসেই সব কাজ চালিয়ে যান।দলের লোকজনকে একেবারে মাটির কাছাকাছি থাকার জন্য় বার বার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। এবার সরকারি আধিকারিকদের চা দুধ চিনি নিয়ে গরিব মানুষের দাওয়ায় বসে চা খাওয়ার পরামর্শ মমতার। 

সাধারণ মানুষের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ নেই। দিনের পর দিন ধরে বিডিও অফিসে গিয়ে অফিসারের ঘরে প্রবেশের সুযোগ পান না গ্রামের গরিব মানুষ। অথচ সেই গরিব মানুষই ভোট দিয়ে ঘাসফুলের সরকার এনেছে রাজ্যে। সেই গরিব মানুষের জন্যই একের পর এক সরকারি প্রকল্প এনেছে সরকার। অথচ সেই গরিব মানুষই পাত্তা পায় না সরকারি অফিসে গিয়ে। তবে এবার সেই সরকারি আধিকারিকদের সতর্ক করে দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মতার বন্দ্যোপাধ্য়ায়। মঙ্গলবার মালদায় বিভিন্ন সরকারি পরিষেবার নথি সুবিধাপ্রাপকদের হাতে তুলে দেওয়ার অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলার মুখ্য়মন্ত্রীর এই নির্দেশ। আরও মাটির কাছাকাছি থাকার নির্দেশ সরকারি আধিকারিকদের। 

Scroll to Top