মাটিগাড়ায় স্কুল ইউনিফর্মে খুন হওয়া নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। পরিবারের পাশাপাশি দল এবং রাজ্য সরকার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই দাবি জানিয়েছেন তিনি। যদিও শহরে ক্রমবর্ধমান অপরাধ ও নারী ধর্ষণ এবং নির্যাতনের বিষয়ে রাজ্যের পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখার কথা জানান সায়নী ঘোষ। পাশাপাশি এইসব ঘটনাকে হাতিয়ার করে নোংরা রাজনীতি করছে বিজেপি বলেও অভিযোগ করেন সায়নী ঘোষ।
