ওড়িশার কালাহান্ডি, জলপাইগুড়ির পর এবার মালদার বামনগোলা| অ্যাম্বুলেন্স না পেয়ে ব্যাগে খাটিয়া করে হাসপাতালে নিয়ে য়াওয়ার পথেই মৃতু্য মহিলার| ৫ কিলোমিটার রাস্তা বেহাল| তাই রোগিণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ ফিরিয়েছে অ্যাম্বুল্যান্স, এমনকী টোটোও| ফলে খাটিয়ায় তুলে কাঁধে করে নিয়ে যেতে হয় ১০ কিলোমিটার দূরে মোদিপুকুরের সরকারি হাসপাতালে| এরপর চিকিত্সক দেখে মৃত ঘোষণা করেন বামনগোলার মালডাঙা গ্রামের ২৪ বছরের গৃহবধূ মামণি রায়কে|
শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে| পরিবার সূত্রে খবর, ৱুধবার জ্বর আসে গৃহবধূর| ২ দিন পর মৃতু্য হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক| স্থানীয়দের দাবি, গোবিন্দপুর-মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় পাকা রাস্তা চেয়ে বারবার পথ অবরোধ হয়েছে| তাতে কাজ হয়নি| বামনগোলার মালডাঙা থেকে আইগনতারা পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা এখনও মাটির| আর তার জন্যই কার্যত বিনা চিকিত্সায় বেঘোরে প্রাণ হারালেন এক গৃহবধূ| মামনির পরিবারের দাবি, মালডাঙার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল| বারবার সংস্কারের দাবি জানালেও কোনো কাজ হয়নি| পথ অবরোধ, বিক্ষোভ, প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি| সেই কারণে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি| আপ অ্যাম্বুল্যান্স না পেয়ে বাধ্য হয়ে শুক্রবার মামনিকে খাটিয়ায় শুইয়ে দড়ি বেধে হাসপাতাল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়| শনিবার সকাল থেকে এই ছবি ভাইরাল হতেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে| রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বিজেপি নেত্রী|










