পুরসভার চেয়ারম্যান ও আধিকারিকদের নিয়ে বৈঠকে তীব্র আক্রমণাত্মক মমতা| নবান্ন সভাঘর থেকে পুর-পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী| মমতার রোষের মুখে পড়লেন মন্ত্রী থেকে বিধায়করা|
সোমবার নবান্ন সভাঘরে পুরসভার চেয়ারম্যান, আধিকারিক ও রাজ্যের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী| পুর-পরিষেবা নিয়ে বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর রোষের মুখে পড়লেন সুজিত বসু, গৌতম দেব সহ মন্ত্রী থেকে পুরসভার চেয়ারম্যানরা|
জেলাশাসক, মহকুমা শাসকদের কাজেও রুষ্ট মমতা| আর্থিক দুর্নীতি চলবে না| স্পষ্ট বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের|
সরকারি জমি বেহাত হওয়া নিয়ে আরও কড়া হওয়ার বার্তা দিলেন মমতা| পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ তাঁর|
সল্টলেক-রাজারহাট নিয়েও মুখ্যমন্ত্রী রীতিমতো তোপ দাগলেন খোদ সুজিত বসুকে| তাঁর ঝাঁঝালো প্রশ্ন, আমি কি এবার রাস্তা ঝাঁট দেব?
হাওড়া ও বালি পুরসভা নিয়ে জটিলতা থাকায় সুযোগ নিচ্ছেন দলেরই কিছ বিধায়ক| দল না দেখে চাঁছাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রীর| রাজনৈতিক মহলের মতে, পুরসভা অঞ্চলগুলিতে বিজেপির ভোট বেড়ে যাওয়ায় অস্বস্তি ঠেকাতেই এদিন অব্যবস্থায় রাশ টানতে চাইলেন মমতা|
