২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫
২২ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫

ক্রমশই খারাপ হচ্ছে দিল্লির বাতাস, বাড়ছে শীতের আমেজও

High News Digital Desk:

ক্রমশ আরও খারাপ হচ্ছে দিল্লির বাতাসের গুণমান। দূষণের ছবিটা এখনও বদলায়নি রাজধানীতে। বরং পরিস্থিতি আরও খারাপ থেকে খারাপ পর্যায়ে পৌঁছেছে। দূষণে জেরবার দিল্লিতে কামড় বসাতেও শুরু করেছে শীত। সোমবার রাজধানীর বেশির ভাগ এলাকায় একিউআই ৩৫০-এর আশপাশে ঘোরাফেরা করেছে।

দিল্লির তিলক মার্গ এলাকায় এদিন সকালে বাতাসের গুণগত মান (একিউআই) ছিল ৩৭৬, চারিদিক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায়। লোধি রোড এলাকায় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৩৭। দিল্লির অক্ষরধাম এলাকায় আবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৭৬। বিষাক্ত ধোঁয়াশা ছিল চারিদিকে।

Scroll to Top