- কোপা আমেরিকাতেই শেষ, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন মেসির সতীর্থ ডি মারিয়া
আর্জেন্তিনার তারকা উইঙ্গার ডি মারিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘২০২৪ সালে কোপা আমেরিকাতেই শেষবারের মতো আর্জেন্তিনার জার্সিতে খেলব। এই সিদ্ধান্ত নেওয়াটা যে কতটা কষ্টকর সেটা বলে বোঝাতে পারব না। যার জন্য সবসময় গর্ব বোধ করেছি। কিন্তু কেরিয়ারের সমস্ত সুন্দর মুহূর্তগুলিকে নিয়ে জাতীয় দলকে বিদায় জানাচ্ছি।’ ২০০৭ সালে প্রথম দেশের জার্সি গায়ে চাপান ডি মারিয়া। অনূর্ধ্ব ২০ দলের হয়ে। ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি। এরপর অনূর্ধ্ব ২৩ হয়ের ২০০৮ সালে বেজিং অলিম্পিকে সোনাও জেতেন ডি মারিয়া। ফাইনাল ম্যাচে গোলও করছিলেন। ২০০৮ সালে সিনিয়র টিমে অভিষেক হয় ২০০৮ সালে। দেশের জার্সিতে এখনও পর্যন্ত খেলেছেন ১৩৪টি ম্যাচ। গোল করেছেন ২৯টি। আর্জেন্টিনার জার্সিতে একের পর এক ম্যাজিক দেখিয়েছেন মারিয়া।আর্জেন্টিনার সর্বশেষ তিন আন্তর্জাতিক শিরোপা নিশ্চিতের ম্যাচেই গোল করেছেন ডি মারিয়া। বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। এরপর ২০২২ ফাইনালিসিমায় ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। অলিম্পিক হোক বা বিশ্বকাপ বা কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে গোল করাটা অভ্যাসে পরিণত করেছিলেন ডি মারিয়া। ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনাল চোটের কারণে খেলতে পারেননি তিনি। সেই ম্যাচে জয় অধরাই থাকে মারাদোনার দেশের। অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল আগেই। শুক্রবার সেই খবরেই সিলোহর দিলেন ডি মারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন এই তারকা জানান, কোপা আমেরিকার পর নিজের বুটজোড়া তুলে রাখবেন তিনি।










