৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কোপাই নদীকে বাঁচাতে আগামীকাল বিক্ষোভ শান্তিনিকেতনে

High News Digital Desk:

খোয়াইয়ের প্রাকৃতিক সৌন্দর‌্য আর কোপাই নদীর স্ফটিকস্বচ্ছ জল ছাড়া কি শান্তিনিকেতন পরিপূর্ণ হয়? গত বছরই ইউনেস্কোর তরফে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে শান্তিনিকেতন| কিন্তু সেখান থেকে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে অন্যতম নদী কোপাই| বর্তমানে নদীটি প্রায় মজে গেছে| বীরভমের এই নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে একাধিক ইটভাটা| এমনকি বেআইনিভাবে গড়ে উঠছে বহুতল| আইনানুযায়ী, নদীর তীর থেকে ৫০০ মিটারের মধ্যে কোনো নির্মাণ গড়ার অনুমতি নেই| কিন্তু তাও অনেকেই জোড় খাটিয়ে প্রশাসনকে না জানিয়ে কোপাই নদীর তীরে একের পর এক নির্মাণ গড়ে তলছে| এই অবৈধ কাজের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ শুক্রবার বোলপুর মহকুমা শাসক, পুরপ্রধান ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন| পুর প্রধানের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখা হবে| অভিযোগ সত্যি হলে অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে| গোটা বিষয়ে ক্ষিপ্ত এলাকাবাসীরা| কোপাই কে বাঁচাতে আগামীকাল রবিবার প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিশ্বভারতী বিদ্যালয়ের অধ্যাপক, পড়ুয়া ও প্রাক্তনীরা| যোগ দেবেন এলাকাবাসীরাও|

Scroll to Top