৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কোচবিহার বাবুরহাটে মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

High News Digital Desk:

কোচবিহার বাবুরহাটে মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ :

কোচবিহার গুড়িয়াহাটি ১নং অঞ্চলের বাবুরহাটে নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান , কোচবিহার পুরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্য অথিতিবৃন্দ। পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান গত বছর তিনি সাতটি হাট ঘুরে দেখেছি কমপক্ষে একটি হাট থেকে একশো কোটি টাকার ব্যবসা হয়। আজ আমরা বাবুরহাটে মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করা হলো। এই মার্কেট কমপ্লেক্স বিল্ডিং জি প্লাস ওয়ান ক্যাটাগরিতে বানানো হয়েছে। পরবর্তীতে এই কমপ্লেক্স চার তলা অবধি করা যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যখন যেভাবে অর্থ বরাদ্দ করবে সেভাবে এই কমপ্লেক্সকে বর্ধিত করা হবে। জেলা শাসক পবন কাদিয়ান বলেন স্বাধীনতা দিবসের পরেই আজ খেলা হবে দিবসে এই মার্কেট কমপ্লেক্স উদ্বোধন করতে পেরে আমরা যথেষ্ট খুশি অনুভব করছি।

Scroll to Top