কোচবিহারের মাথাভাঙায় খুন হলেন এক ব্যবসায়ী। মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট বাজারে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল। মৃত ব্যবসায়ীর নাম সুভাষ বর্মণ (৪৫), বাড়ি পুঁটিমারি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নয়ারহাট বাজারে সুভাষ বর্মণের একটি দোকান ছিল। সোমবারও রোজকার মতো দোকান খুলেছিলেন তিনি। কিন্তু রাতে আর বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে তাঁর পরিবার।
পুলিস সূত্রে খবর, রাতে বাজারে টহলদারি চালানোর সময় বিষয়টি নজরে আসে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বাজারের একটি সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ভোররাত আনুমানিক ২টো নাগাদ এক দুষ্কৃতী গামছা পেঁচিয়ে মুখ ঢেকে সুভাষের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তাতেই মৃত্যু হয় তাঁর।