নিজস্ব সংবাদদাতা : গোটা পৃথিবীর উইকেটরক্ষকরা তথা ক্রিকেটাররাই মহেন্দ্র সিং ধোনিকে অনুসরণ করেন| সদ্য সমাপ্ত নাইট রাইডার্সের উইকেট কিপার রহমানউল্লাহ গুরবাজও তার ব্যতিক্রম নন| এবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের ক্যাপ্টেন এমএস ধোনির কাছ থেকে বিশেষ উপহার পেলেন আফগানিস্তানের এই তারকা ক্রিকেটার| উইকেটের পিছনে ধোনি এখনও আগের মতোই ক্ষিপ্র| তাঁর মস্তিষ্ক দ্রুতগতিতে কাজ করে এই বয়স্ক শরীরেও| আইপিএল তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের উইকেট কিপাররা ধোনির প্রতিটি পদক্ষেপ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন| আইপিএল হয়ে গিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে| পঞ্চমবার চেন্নাইকে খেতাব দিয়েছেন এমএসডি| এবার তিনি চেন্নাই সুপার কিংসের জার্সি উপহার পাঠিয়েছেন নাইটদের উইকেটরক্ষক গুরবাজকে| সেই জার্সিতে রয়েছে ধোনির সই| সেই সাত নম্বর জার্সির ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন গুরবাজ| ছবি পোস্ট করে তিনি লিখেছেন, সেই ভারত থেকে এই উপহার পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ এমএস ধোনি স্যার| গুরবাজ কেকেআর-এর হয়ে ১১টি ম্যাচ থেকে ২২৭ রান করেছেন এবারের আইপিএলে| ক্যাপ্টেন কুলের কাছ থেকে উপহার পেয়ে আপ্লুত গুরবাজ|
