কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত্য এরাজ্যের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির| তিনি পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের তরকাগড় এলাকার বাসিন্দা| নাম দ্বারিকেশ পট্টনায়েক| কর্মসূত্রে কুয়েতে ছিলেন তিনি| দাঁতনের বাড়িতে থাকতেন তাঁর স্ত্রী ও মেয়ে| কুয়েতে দ্বারিকেশ পট্টনায়েকের ২০ বছরের কর্মজীবন| খবর পরিবার সূত্রে| কুয়েতে যে বহুতলে আগুন লেগেছিল, সেখানেই থাকতেন দ্বারিকেশ| তাঁর এক বন্বুর কথায়, আগুনের হল্কায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি| ভর্তি করা হয় হাসপাতালে| কিন্তু শেষরক্ষা হয়নি| চিকিত্সা চলাকালীন মৃত্য| খবর পেয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার|
