নয়াদিল্লি : যুদ্ধে লন্ডভন্ড ইউক্রেনে (Ukraine) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)| শুক্রবারই পোল্যান্ড থেকে ইউক্রেনে পৌঁছেছেন তিনি| মোদির ইউক্রেন সফর ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা| এর আগে, গতমাসে রাশিয়ায় গিয়ে সে-দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে সাক্ষাত করেন নরেন্দ্র মোদি| ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষাপটে মোদি-পুতিন সম্পর্কের সেই পেলব রসায়ন বিশেষত ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ভালো চোখে দেখেনি| এবার ইউক্রেন সফরে গিয়ে ভলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক কী চোখে দেখবে তারা? এক্ষেত্রেও কিন্তু দুই রাষ্ট্রনায়কের সাক্ষাত হয়ে উঠেছে একইরকম আন্তরিক!
নরেন্দ্র মোদিকে এদিন সে-দেশের জাতীয় সংগ্রহশালায় নিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি| যুদ্ধের মর্মান্তিক পরিণামে প্রাণ হারানো শিশুদের ছবি দেখানো হয় মোদিকে| তা দেখে নরেন্দ্র মোদির অবয়বে স্পষ্টতই ফুটে ওঠে শোক|
ইউক্রেনের রাজধানী কিভের (Kyiv) ওয়েসিস অফ পিস (Oasis of Peace) পার্কে মহাত্মা গান্ধির মূর্তিতে পুষ্পাঘর্য দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| মহাত্মার শাশ্বত শান্তির বাণী মনে করিয়ে দেন তিনি| পরে এই প্রসঙ্গে নরেন্দ্র মোদি নিজের এক্স (X) হ্যান্ডলে লিখেছেন, কিভে মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানালাম| বাপুজির আদর্শ বিশ্বজনীন – গণনাতীত মানুষের আশা-ভরসার স্থল| আমরা যেন মানবজাতিকে দেখানো তাঁর পথে চলতে পারি|