নিজস্ব সংবাদদাতা : নেপালের আকাশে হঠাত্ উধাও হেলিকপ্টার| ছজন যাত্রীকে নিয়ে আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই রাডার থেকে হেলিকপ্টারটি একেবারে হারিয়ে যায়| বহুক্ষণ পর খোঁজ মেলে হেলিকপ্টারটির| নেপালেরই একটি পাহাড়ি গ্রাম থেকে উদ্ধার হয়েছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ| নেপালের অসামরিক বিমান পরিবহণ সূত্রে খবর, হেলিকপ্টারটি সোলুখুম্বু থেকে কাঠমাণ্ডুর দিকে রওনা দিয়েছিল| কিন্তু সকাল ১০টা নাগাদ কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কপ্টারটির, জানিয়েছেন নেপালের তথ্য আধিকারিক জ্ঞানেন্দ্র| সূত্রের খবর, স্থানীয় সময় সকাল ১০টা ১২ মিনিটে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে শেষ বার যোগাযোগ হয়েছিল চপারটির| তারপর থেকে আরও কোনও খোঁজ মেলেনি| জানা গিয়েছে একজন পাইলট হেলিকপ্টারটি চালাচ্ছিলেন| তাঁর সঙ্গে ছিলেন পাঁচ জন বিদেশি| হারিয়ে যাওয়া কপ্টারটির খোঁজে ইতিমধ্যেই সার্চ অপারেশন শুরু হয়েছে| জানা গিয়েছে, ভাকাঞ্জে এলাকার একটি গ্রাম থেকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে| উদ্ধার হয়েছে ৬ জনের দেহ| স্থানীয়রাই মৃতদেহ উদ্ধার করেছেন| তবে এখনও মৃতদের পরিচয় জানা যায়নি| প্রাথমিকভাবে অনুমান, পাহাড়ে ধাক্কা খেয়েই ভেঙে পড়েছিল হেলিকপ্টারটি|
