বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস, করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা| সপ্তাহের প্রথমদিনে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস| গন্তব্য ছিল শিয়ালদা স্টেশন| সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা| মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকের ২টি কামরা লাইনচু্যত হয়| দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড, মালগাড়ির চালক ও সহকারী চালক সহ অন্তত ৮ জন| আহত বহু যাত্রী| চলছে উদ্ধারকাজ| এদিকে শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে চলছে বৃষ্টি| তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে| যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটিই| ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে| স্থানীয় সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়েই রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস| নিজবাড়ি ও রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনাটি ঘটে| পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ওই ট্রেনে ধাক্কা মারে| সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর ২টি কামরা লাইনচু্যত হয়ে পাশে ছিটকে পড়ে| দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, ট্রেন থেকে ছিটকে যাওয়া কামরা ২টি দুমড়ে-মুচড়ে গিয়েছে| একটি কামরা লাইন থেকে উপরের দিকে উঠে রয়েছে| তার নীচে ঢুকে রয়েছে মালগাড়ির কামরা| কী ভাবে এমন দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়| কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টেশনের আগে দাঁড়িয়ে ছিল কি না, ওই লাইনে কেন মালগাড়ি চলে এল, সিগন্যালের কোনও সমস্যা হয়েছিল কি না – উঠছে একাধিক প্রশ্ন| রেলের পক্ষে খোলা হয়েছে একাধিক হেল্প লাইন:
KIR Emergency Help desk No- 6287801805
Commercial Control- 9002041952, 9771441956
NJP Station Emergency No- 6287801758
ART/NJP- 9434085300, 9434085301, 6287801742
ARME/NJP- 6287801756, 9934807885, 9608815719
AUB Emergency No- 8170034235
KNE Emergency No- 7542028020, 06456-226795
DLK Emergency No- 8170034228
BOE Emergency No- 7541806358
SAMSI Emergency No- 03513-265690, 03513- 265692
ART/KIR- 9473198029, 9473198026
ARME/KIR- 9473198307, 9473198308, 9473198309, 9473198310, 6287801752, 6287801753, 6287801754, 6287801755
শিয়ালদার হেল্পলাইন: ০৩৩২৩৫০৮৭৯৪, ০৩৩২৩৮৩৩৩২৬
নৈহাটির হেল্পলাইন: ০৩৩২৫৮১২১২৮
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর| মৃতের পরিবার পিছু ২ লক্ষ টাকা দেওয়া হবে| পাশাপাশি আহতদের ৫০ হাজার টাকা সাহায্যের কথা জানিয়েছেন মোদী| প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে অর্থ দেওয়া হবে বলে জানানো হয়েছে| অন্যদিকে, দিল্লি থেকে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব| তার আগে এই দুর্ঘটনা নিয়ে বৈঠকও করেন তিনি| দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অর্থসাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব| পাশাপাশি, তাঁর টইট- গুরুতর জখম প্রত্যেক ব্যক্তিকে আড়াই লাখ ও অল্প আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে|
সোমবারের ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| তিনি লিখেছেন-
এইমাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম| বিশদে এখনও জানতে পারিনি| কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা মেরেছে শুনেছি| জেলাশাসক, এসপি, চিকিত্সকরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন| পৌঁছেছে অ্যাম্বুলান্স| যুদ্ধকালীন তত্পরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে|