৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫
৬ পৌষ ১৪৩২ মঙ্গলবার ২২ ডিসেম্বর ২০২৫

কাজীপাড়ার হরি মন্দিরে পুজো দিলেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়

High News Digital Desk:

কাজীপাড়ার হরি মন্দিরে পুজো দিলেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায় :

শুক্রবার সন্ধ্যায় গাদং-১ গ্রাম পঞ্চায়েতের কাজীপাড়ার হরি মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়। সেই সময় তাঁর সমর্থনে ওঠা স্লোগানে চারিদিক মুখরিত হয়ে ওঠে। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একটি বৈঠকও করেন এবং সংশ্লিষ্ট বিধানসভা এলাকার উন্নয়নে তাঁর ভাবনা, চিন্তা প্রকাশ করেন।

বহু মানুষের করতালির শব্দের মধ্যেই তিনি বলেন, “একজন প্রফেসর হিসাবে আমি আমার জীবন যুবসমাজের শিক্ষা ও ক্ষমতায়নের পরিকল্পনাতেই কাটিয়েছি। আর এখন একজন প্রশাসক হিসাবে মানুষের সেবা করার সুযোগ এসেছে এবং আমি ধূপগুড়ির মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কথা দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে মা-মাটি-মানুষের সরকারের উন্নয়ন থেকে ধূপগুড়ির কোনও বাসিন্দা বঞ্চিত হবেন না।”

 

Scroll to Top