২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

কাজিরাঙায় গণ্ডারের হামলায় মৃত্যু পথচারীর

High News Digital Desk:

কাজিরাঙায় গণ্ডারের হামলায় মৃত্যু হয়েছে জনৈক পথচারীর। নিহত ব্যক্তিকে বছর ৫৬-এর বিক্রম লোহার বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, অন্য প্রতদিনের মতো আজ মঙ্গলবার সকালেও কাজিরাঙার হাতিখুলি হলদিবাড়িতে ৩৭ নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে প্রাতর্ভ্রমণ করছিলেন বিক্রম লোহার। সে সময় পাৰ্শ্ববৰ্তী জাতীয় উদ্যানের জঙ্গল থেকে আচমকা একটি গণ্ডার এসে তাঁকে আক্রমণ করে। উন্মত্ত গণ্ডারটি ফের জঙ্গলে চলে যায়। ইত্যবসরে ঘটনার প্রত্যক্ষদর্শীরা খবর দেন স্থানীয় বনকর্মীদের।

খবর পেয়ে দলবল নিয়ে অকুস্থলে ছুটে যান বন আধিকারিক। খবর দেওয়া হয় সংলগ্ন থানায়। তড়িঘড়ি চিকিৎসার জন্য তাঁরা বোকাখাতের শহিদ কমলা মিরি মহকুমা সিভিল হাসপাতালে নিয়ে যান। শুরু হয় চিকিৎসা। কিন্তু ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিক্রম লোহার।

Scroll to Top