৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫
৫ আশ্বিন ১৪৩২ সোমবার ২২ সেপ্টেম্বর ২০২৫

কাছাকাছি রাজ এবং পরী

High News Digital Desk:

কাছাকাছি রাজ এবং পরী :

বাংলাদেশের চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন পরীমণি| চর্চায় যেমন তাঁর ব্যক্তিগত সমস্যা উঠে আসে, তেমনই তাঁর রূপের ঝলকও নজর কাড়ে| সম্প্রতি আরেক বিষয়ে এখন চর্চায় রয়েছেন এই অভিনেত্রী| জানা যায় পরীমণির বর্তমান স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ছেদ পড়েছে কিছদিন ধরেই| তাঁদের একসঙ্গে বহু দিন দেখা যায়নি| প্রকাশ্যে এসেছে তাঁদের ব্যক্তিগত সমস্যাও| তৱু তাদের একমাত্র ছেলে রাজ্যর এক বছরের জন্মদিন ধুমধাম করে পালন করেন অভিনেত্রী পরীমণি| কিন্তু নায়িকার পাশে স্বামী শরিফুল রাজকে না দেখে অনেক অনুরাগীরই খারাপ লেগেছিল| তবে বৃহস্পতিবার সন্ধ্যার ছবি দেখে খুশি সবাই| আবারও কাছাকাছি রাজ এবং পরী| দুজনের মুখে আনন্দের হাসি| একে অপরের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ| সেই ছবিই ছড়িয়ে পড়েছে চারিদিকে| এই বিরল মুহূর্ত তৈরি হল ওপার বাংলার প্রযোজক কৌশিক হোসেন তাপসের উদ্যোগে| তাঁরই স্টুডিয়োয় দ্বিতীয় বার কেক কেটে রাজ্যের জন্মদিন উদযাপন হল| তবে এবার সঙ্গে ছিলেন রাজ| বাংলাদেশের সংবাদমাধ্যমকে দেওয়া রাজের সাক্ষাত্কারে কিছুটা হলেও আন্দাজ করেছিলেন অনেকে| রাজ বলেছিলেন, এ জীবনে আমি অনেক ঝামেলার সম্মুখীন হয়েছি| আর করতে চাই না| জীবনটা স্বাভাবিক চাই, শান্তি চাই| আর কোনও ঝামেলায় জ়ডাতে চাই না| ছেলের কথা ভেবে তিনি সব কিছু ঠিক করে নেওয়ার ভাবনা প্রকাশও করেছিলেন| রাজ্যর উপর যাতে কোনও প্রভাব না পড়ে সে কথাই ভেবেছিলেন| যেমনটা আভাস দিয়েছিলেন, সেটাই সত্যি হল| রাজ ও পরীমণির এই ছবি প্রকাশ্যে আসার পর কথা বলেছেন অভিনেতা| বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি জানান, পরীমণির সঙ্গেই আছেন| ফিরেছেন বাড়িতে|

প্রসঙ্গত, দুমাস আগে নিজের জিনিসপত্র নিয়ে স্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে আসেন রাজ| তার পর নায়কের ফেসৱুক থেকে ফাঁস হয়ে যায় তিন নায়িকার গোপন ভিডিয়ো| যার ফলে স্ত্রী পরীর সঙ্গে অশান্তি তুঙ্গে ওঠে রাজের| তবে এত দিন পর আবারও তাঁদের একসঙ্গে দেখে খুশি তাঁদের ভক্তরা|

Scroll to Top