২১ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৭ ডিসেম্বর ২০২৫
২১ অগ্রহায়ণ ১৪৩২ সোমবার ০৭ ডিসেম্বর ২০২৫

‘কাউকে ছাড়ব না’, ভুটান গিয়েও মোদীর মুখে দিল্লি বিস্ফোরণের কথা

High News Digital Desk:

দু’দিনের ভুটান সফরে গিয়ে দিল্লির ভয়াবহ বিস্ফোরণ নিয়ে মঙ্গলবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, কাল সন্ধেবেলা যে বিস্ফোরণ হয়েছে, তার ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে। এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না।

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে উঠে এসেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর নাম। ১৩ জনের মৃত্যু ও অন্তত ২০ জনের আহত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে কাশ্মীরের চিকিৎসক উমর উন নবি, যিনি জইশ-সংঘের হরিয়ানার ফরিদাবাদ মডিউলের সদস্য বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এদিন ভুটানের এক জনসভা থেকে মোদী বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। আমাদের এজেন্সি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে। দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত। পীড়িতদের কথা আমি বুঝতে পারছি। স্পষ্ট করে বলে দিচ্ছি, সমস্ত দোষীদের কাঠগড়ায় এনে দাঁড় করানো হ

Scroll to Top