কোপার সেমিতে অশোভন ছবি| গ্যালারিতে উঠে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারপিটে জ়ডালেন উরুগুয়ের ডারউইন নুনেজ (Darwin Nunez)| শুধু নুনেজ নন, দর্শকদের সঙ্গে মারামারি করতে দেখা গেল উরুগুয়ের অপর ফুটবলার রোনাল্ড আরাউজোকেও (Ronald Araujo)| এমন অভাবিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখে স্তম্ভিত বিশ্ব|
বৃহস্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হয় উরুগুয়ে-কলম্বিয়া| ফুটবলপ্রেমী দুনিয়া বিখ্যাত এই কাপের খেলা ঘিরে এমনিতেই উদ্দীপিত ছিল| সেমিফাইনাল ঘিরে সেই আবেগ তুঙ্গে ওঠে| ম্যাচ শেষ হয় ১-০ ফলাফলে| অর্থাৎ, কলম্বিয়ার কাছে ১ গোলে হেরে টর্নামেন্টে সেরা হওয়ার দৌড় থেকে ছিটকে যায় উরুগুয়ে|
পরজয়ের গ্লানিতে তখন দৃশ্যত বিধ্বস্ত উরুগুয়ের ফুটবলাররা| উল্টো দিকে, ম্যাচ-শেষে জয়ের আনন্দে আত্মহারা কলম্বিয়া ও তার সমর্থকরা| এই পরিস্থিতিতে গ্যালারি থেকে উরুগুয়ের ফুটবলারদের লক্ষ করে কলম্বিয়ার সমর্থকরা টিটকিরি দিতে থাকে বলে অভিযোগ| আর এতেই মেজাজ হারালেন নুনেজ ও আরাউজো|
মেজাজ হারিয়ে কী করলেন উরুগুয়ের ২ ফুটবলার? যা করলেন, তা আর যাই হোক, তাঁদের সম্মান ও সুখ্যাতির পক্ষে সুবিচার নয়| ফুটবলের স্পিরিটের সঙ্গে যায় না, এমন আচরণই করলেন তাঁরা| এক কথায়, অখেলোয়াড়োচিত প্রতিক্রিয়ায় ক্রীড়াঙ্গণকে কলুষিত করলেন ডারউইন নুনেজ ও তাঁর সঙ্গী রোনাল্ড আরাউজো| গ্যালারিতে উঠে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন নুনেজরা| একেবারে পাক্কা পেশাদার বক্সারের ভঙ্গিমায় কলম্বিয়া-প্রেমী দর্শকদের দিকে মুষ্টি ছুড়তে দেখা গেল ডারউইন নুনেজকে| পাল্টা মারও খেলেন| তবু দমবার পাত্র নন| ফের তেড়ে গেলেন শত্রুপক্ষ-কে উচিত শিক্ষা দিতে| উপস্থিত নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার সাধ্য মতো চেষ্টা করলেন ঠিকই, তবে তাতে আসল ড্যামেজ আটকানো গেল না|
দুনিয়া দেখল কোপার মতো মর্যাদাসম্পন্ন ফুটবলের মঞ্চে লজ্জাজনক ঘটনা| নুনেজ ও আরাউজোর অনুরাগীদেরও মাথা হেঁট| স্বভাবতই উঠেছে সমালোচনার ঝড়| ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভ্যবতার জন্য চড়া মাশুল গুনতে হতে পারে উরুগুয়ের ২ ফুটবলারকে| জরিমানা, সাসপেনশন, এমনকি নির্বাসনের মতো কড়া শাস্তির মুখে পড়তে পারেন ডারউইন নুনেজ ও তাঁর সঙ্গী| তবে এই সংক্রান্ত তদন্তে দর্শকদের ভমিকাও নিশ্চয়ই খতিয়ে দেখবে কোপা-কর্তপক্ষ| অভিযুক্ত ২ ফুটবলার বা উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এখনও কোনও উল্লেখযোগ্য বিবৃতি পাওয়া যায়নি|









