- কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ৪-০ গোলে হারাল টালিগঞ্জকে
কলকাতা লিগে মহামেডান স্পোর্টিং ৪-০ গোলে হারাল টালিগঞ্জকে। আর লিগ টেবিলে ৯ নম্বরে ছিল টালিগঞ্জ অগ্রগামী। ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করল মহমেডান। তন্ময় ঘোষের পাস থেকে অভিষেক হালদার দুর্দান্ত বা পায়ের শটে এগিয়ে দিলেন মহমেডানকে। ৩৫ মিনিটে অভিজিৎ সরকারের পা থেকে আসে দ্বিতীয় গোলটি। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধেও টালিগঞ্জের বিরুদ্ধে চাপ হালকা হতে দেননি মহামেডানের ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে আসে আরও দুইটি গোল। অভিজিৎ সরকার ম্যাচে নিজের দ্বিতীয় ও মহামেডানের তৃতীয় গোলটি করেন। ৭৯ মিনিটে গণেশ বেসরা দলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটি করেন। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচের আগেরদিনই খবর হয়েছিল মেহেরাজউদ্দিনকে ছাঁটাই করেছে মহামেডান স্পোর্টিং। এবার পরবর্তী কোচের নামও সামনে চলে এল। কোনও নতুন মুখ নয়, শোনা যাচ্ছে সাদা কালো ব্রিগেডের প্রাক্তন কোচ, রাশিয়ান আন্দ্রে চেরনিশভের হাতেই ফের একবার রিমোট কন্ট্রোল তুলে দিতে চলেছে মহামেডান।