নিজস্ব সংবাদদাতা : আসন্ন কলকাতা লিগের প্রথম দুটি রাউন্ডের সূচি ঘোষণা করে দিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন| পূর্ব ঘোষণা মতোই ২৫ জুন শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ| প্রথম দিনই মাঠে নামছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি| প্রথম রাউন্ডে তারা খেলবে সাদার্ন সমিতির বিরুদ্ধে| কিশোর ভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে সেই ম্যাচ| কলকাতা ময়দানের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডানেরও প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করা হয়েছে| তিন প্রধানের মধ্যে প্রথমে মাঠে নামছে মোহনবাগান| ৫ জুলাই প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঠচক্র| নৈহাটির স্টেডিয়ামে দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে ম্যাচ| পরের দিন, অর্থাত্ ৬ জুলাই মাঠে নামবে মহামেডান| নিজেদের মাঠে তারা খেলবে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে| দুপুর সাড়ে ৩টে থেকে শুরু সেই ম্যাচ| ১০ জুলাই নামছে ইস্টবেঙ্গল| তারা প্রথম ম্যাচটি খেলবে পশ্চিমবঙ্গ পুলিসের বিরুদ্ধে| লাল-হলুদের ঘরের মাঠে সেই ম্যাচটিও শুরু দুপুর সাড়ে ৩টে থেকে| দ্বিতীয় রাউন্ডে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ১২ জুলাই মোহনবাগানের ম্যাচ ব্যারাকপুর স্টেডিয়ামে| একই দিনে নিজেদের মাঠে মহামেডান খেলবে ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে| দুটি ম্যাচই শুরু দুপুর সাড়ে ৩টে থেকে| ইস্টবেঙ্গল ১৩ জুলাই নিজেদের মাঠে খেলবে রেনবো অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে|
