কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক:
সাতসকালে কলকাতা মেট্রোয় আগুন আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সকালের ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যেও। রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে আগুন লাগে। সকাল পৌনে আটটা নাগাদ ওই কাউন্টারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্মীরা। রবীন্দ্র সদন মেট্রো বিল্ডিংয়ের রির্জাভেশন অফিসের উপরে কুলিং টাওয়ারে আগুন লেগেছে। দোতলা ও তিনতলায় আগুন বলে খবর। গাঢ় কালো ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে দমকল কর্মীরা বুঝতেই পারছিলেন না ঠিক কোথায় আগুন লেগেছে। তারা প্রাথমিকভাবে ধোঁয়ার কুণ্ডলী বের করার জন্য কাচ ভাঙতে শুরু করেন।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি-তে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। তবে আগুনে ঝলসে গিয়েছে কাউন্টারের অনেকাংশই। দরকারি অনেক নথি পুড়ে গিয়েছে। তবে মেট্রোর তরফে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের জেরে রিজার্ভেশন অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপাতত রিজার্ভেশন বন্ধ থাকবে। তবে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক। মেট্রোর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের আতঙ্কের কোনও কারণ নেই।