কলকাতা প্রিমিয়ার হকি লিগ – ২০২৫ এর ফাইনালে ২ গোলে জয়ী সবুজ মেরুন। নির্ধারিত সময়ের খেলার ফলাফল অনুযায়ী ১ – ৩ গোলের ব্যবধানে চির প্রতিদ্বন্দ্বী লাল হলুদের ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আস্ট্রোটার্ফ গ্রাউন্ডে রবিবার হকি লিগের খেলায় যেন চাঁদের হাট। মোহনবাগানের পক্ষে গোলদাতারা হলেন যথাক্রমে – অর্জুন শর্মা, কার্তিক এস ও রাহিল মৌসীন এবং ইস্টবেঙ্গলের পক্ষে একমাত্র গোলটি করেন জামীর। এই লিগ পর্বের খেলায় ইস্টবেঙ্গলের খেলোয়াড় অতুল দীপ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। সর্বাধিক গোলদাতার পুরস্কার জিতেছেন মোহনবাগানের খেলোয়াড় আভারন সুদেব। তিনি সর্বাধিক ৭টি গোল করেন। উভয়েই নগদ ১০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়েছেন। এছাড়াও বিজয়ী দল মোহনবাগান নগদ তিন লক্ষ টাকা এবং রানার্স আপ ইস্টবেঙ্গল দল দুই লক্ষ টাকা আর্থিক পুরষ্কার জিতেছেন। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, গুরুবক্স সিং, মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ।
