কলকাতা : পুলিশি তৎপরতায় বাঁচলেন বৃদ্ধা। আরজি কর কাণ্ডে যখন ‘অপদার্থতা’ ও ‘অসঙ্গতি’র অভিযোগে আঙুল উঠছে কলকাতা পুলিশের দিকে, তখন দক্ষতা ও কর্তব্য-নিষ্ঠার পরিচয় দিল সেই কলকাতা পুলিশই।
ঘটনা বুধবারের। সময় বেলা ১১টা পেরিয়েছে। গঙ্গায় চলছে জোয়ার। আর ওই ভয়ঙ্কর জলস্রোতে প্রতিরোধহীন ভাবে ক্রমাগত আরও বিপদের দিকে ঢলে পড়ছেন এক বৃদ্ধা। বেলা ১১টা ৫ মিনিট নাগাদ কলকাতা নর্থ পোর্ট থানায় খবর আসে, গঙ্গায় বাবুঘাটের কাছ দিয়ে ভেসে যাচ্ছেন এক মহিলা। খবর পাওয়া মাত্র স্পিডবোট নিয়ে পৌঁছে যান ইন্সপেক্টর ইন্দ্রনারায়ণ চৌধুরী। তাঁর সঙ্গে পৌঁছন বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২ কর্মী।
প্রথমেই বৃদ্ধাকে লক্ষ করে তাঁরা ছুড়ে দেন লাইফ রিং। কিন্তু তাতে কাজের কাজ কিছু হয়নি। তাতে অবশ্য হতোদ্যম হওয়ার প্রশ্নই ওঠে না। অবশেষে গঙ্গায় ঝাঁপ দিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে তুলে নিয়ে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক কর্মী। পুলিশের দ্রুত পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন ওই বৃদ্ধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বৃদ্ধার বয়স প্রায় ৭০ বছর। স্বামীর মৃত্যুর পর থেকে একা-একাই দিনযাপন করেন তিনি। ওভাবে দিন কাটাতে কাটাতে তাঁকে পেয়ে বসেছিল মানসিক অবসাদ। তারই জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বৃদ্ধা। সেই মতো গঙ্গায় জোয়ার আসতেই ঝাঁপও দেন তিনি। কিন্তু শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় প্রাণ ফিরে পেলেন বছর সত্তরের ওই বৃদ্ধা। কলকাতা পুলিশ বৃদ্ধাকে উদ্ধারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। সেখানে বৃদ্ধাকে কাঁদতেও শোনা গিয়েছে।