কলকাতা পুরসভার বাড়তে পারে সম্পত্তি কর:
সামনেই দুর্গাপুজো। শহরবাসীর পকেটে চাপ বাড়বে বলে খবর। শহরজুড়ে সম্পত্তি কর আদায়ে এলাকাভিত্তিক কর ব্যবস্থা বা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট পদ্ধতি চালু করেছে KMC। আর এই কর পদ্ধতির বেস ভ্যালু বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এদিকে সম্পত্তি কর বাড়তে পারে বলে একটি বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। মেয়র পারিষদের বৈঠকে সম্পত্তি কর বাড়ানোর সিদ্ধান্ত পাশ হয়েছে। কলকাতা পুরসভার পরবর্তী মাসিক অধিবেশনে এই প্রস্তাব আনা হবে। শহরকে সাতটি ক্যাটাগরি-তে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে যে সমস্ত করদাতারা পড়ছেন তাঁদের ‘ইউনিট এরিয়া ভ্যালু’ স্কোয়ারফিট পিছু ৭৪ টাকা থেকে বাড়িয়ে ৮১ টাকা করা হচ্ছে। এই ‘এ’ ক্যাটাগরির এলাকার মধ্যে পড়ছে পার্ক স্ট্রিট, থিয়েটার রোড, আলিপুর এবং বালিগঞ্জের কিছু এলাকা, গড়িয়াহাট রোড। ‘বি’ ক্যাটাগরির ক্ষেত্রে ‘ইউনিট এরিয়া ভ্যালু’ স্কোয়ারফিট পিছু বাড়িয়ে ৫৬ থেকে ৬২ করা হয়েছে। ‘সি’-এর ক্ষেত্রে অঙ্কটা ৪২ থেকে ৪৬ করা হবে এবং ‘ডি’-এর ক্ষেত্রে তা বৃদ্ধি করে ৩২ থেকে ৩৫ করা হচ্ছে। ‘ই’, ‘এফ’ এবং ‘জি’ ক্যাটাগরির ক্ষেত্রে খুব সামান্য অর্থই বাড়ানো হচ্ছে। এলাকাভিত্তিক কর ব্যবস্থার আওতায় আনা হচ্ছে সমস্ত করদাতাদের। এই নিয়ম বাধ্যতামূলক করেছে কলকাতা পুরসভা। এখন শহরের ৩৫ শতাংশ করদাতাকে এলাকাভিত্তিক কর ব্যবস্থার অন্তর্ভূক্ত করা গিয়েছে। শহরের বাকি বাসিন্দারাও যাতে এই পদ্ধতির আওতায় আসেন তার জন্য নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, সম্পত্তিকরের এই পুর্নবিন্যাস করলে চাপ বাড়বে মানুষের উপর বলে মনে করা হচ্ছে।









