কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে বাজ পড়ে মৃত্যু হলবিবিএ ছাত্রর:
কলকাতায় বাজ পড়ে মৃত্যু হল এক যুবক৷ শনিবার দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দপল্লিতে এই ঘটনা ঘটেছে। মৃতের নাম, কৌশিক কর। বয়স ২৪ বছর। বৃষ্টির মধ্যেই বাড়ির ছাদে উঠেছিলেন ওই যুবক৷ তখনই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর৷ দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এ দিন বেলা সাড়ে বারোটা নাগাদ জিম করে ফেরেন কৌশিক৷ সেই সময় বাইরে বৃষ্টিও হচ্ছিল৷ অস্বস্তিকর গরমের জন্য তিনি ছাদে গিয়েছিলেন৷ সেই সময়ই আচমকা বাজ পড়ে আহত হন ওই যুবক৷ জানানো হয়, বজ্রপাতে ২৪ বছরের যুবকের সারা দেহ পুড়ে গিয়েছে। আচমকা ছেলের এই মর্মান্তিক পরিণতিতে মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁদের। ছেলে বিবিএ পড়ছিল, উজ্জ্বল ভবিষ্যত। কিন্তু সেসবে ইতি টেনে চিরঘুমের দেশে চলে গেল কৌশিক।কলকাতা শহরে বাজ পড়ে একাধিক মৃত্যুর খর পাওয়া গিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ু দূষণ বেড়ে যাওয়ায় কলকাতায় বাজ পড়ার সংখ্যা ও তীব্রতা বেড়ে গিয়েছে। দূষণের জেরে বাতাসের বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা বেড়ে গিয়েছে। যার ফলে তীব্রতা বেড়েছে বজ্রপাতের। বিশেষজ্ঞদের পরামর্শ বিদ্যুৎ চমকালে বাইরে না বেরনোই ভালো। দরজা – জানলা বন্ধ করে ঘরে নিরাপদে থাকুন। বাজ পড়ে মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৮ সালের ১০ জুন রবীন্দ্র সরোবরের কাছে, বিবেকানন্দ পার্কে বাজ পড়ে মৃত্যু হয় ২১ বছর বয়সী ক্রিকেটার দেবব্রত পালের। ২০১৮ সালের ২৮ জুলাই ময়দান থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয়, অজয় মল্লিক নামে বছর ২৭-এর এক যুবকের। ঘটনায় একইসঙ্গে আহত হন মনীষা মল্লিক নামে বছর ২০-র এক তরুণী। ২০১৯ সালের ১৬ আগস্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে বাজ পড়ে মৃত্যু হয়, বছর ৩৫-এর সুবীর পালের। তিনি দমদমের বাসিন্দা। এছাড়া আহত হয়েছিলেন আরও ১৬জন। এ বছরের বর্ষাতেও বিভিন্ন জেলা থেকে বজ্রাঘাতে মৃত্যুর খবর মিলেছে৷ গত জুন মাসেই কলকাতার ধাপার মাঠে বাজ পড়ে দুই মহিলার মৃত্যু হয়েছিল৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গববার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে৷