৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কলকাতায় সিবিআই, দলে ভাগ হয়ে তদন্ত

কলকাতা : কলকাতা হাইকোর্টের নির্দেশের পরই দিল্লি থেকে শহরে এসে পৌঁছে গিয়েছেন সিবিআই কর্তারা। আরজি কর কাণ্ডে ধৃত অভিযুক্ত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে হস্তান্তর করেছে কলকাতা পুলিশ। তুলে দেওয়া হয়েছে যাবতীয় নথি। তদন্ত শুরু করেছে সিবিআই। দিল্লি থেকে আসা সিবিআইয়ের দলে রয়েছেন ২৫ জন সদস্য। গ্রেফতার হওয়া সঞ্জয়কে হেফাজতে নিয়ে মেডিক্যাল পরীক্ষার পর নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের।

আরজি করে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্ত করছিল কলকাতা পুলিশ। ঘটনায় গ্রেফতার হয় কলকাতা পুলিশেরই এক সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কিন্তু পুলিশি তদন্তে সন্তুষ্ট নয় হাইকোর্ট। মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দেয় আদালত। এরপরই সন্ধেবেলা টালা থানায় কেস ডায়েরি নিতে যায় সিবিআই। বুধবার সকালে তদন্তের জন্য দিল্লি থেকে শহরে আসে সিবিআইয়ের বিশেষ দল। বিভিন্ন দলে ভাগ হয়ে তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা। নতুন করে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা, সূত্রের খবর। তদন্তকারীরা কথা বলবেন আরজি করের পড়ুয়া থেকে কর্মীদের সঙ্গেও।

পাশাপাশি সিবিআইয়ের আরও একটি দল পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ, অভিযুক্তের ইয়ারফোন, নিহত চিকিৎসকের মোবাইল, তাঁর পোস্টমর্টেম রিপোর্ট খতিয়ে দেখার কাজ করবে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ ও তাকে আদালতে পেশ – এই বিষয়গুলির দায়িত্বে সিবিআইয়ের অন্য একটি দল।

বুধবার থেকেই শুরু হয়েছে সিবিআইয়ের তদন্ত। শুরু অভিযুক্তকে জিজ্ঞাসাবাদও। অভিযুক্তর মোবাইল ও খুন হওয়া চিকিৎসকের মোবাইল খতিয়ে দেখার কাজ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় আর কারা জড়িত, নতুন করে শুরু তার খোঁজও।

Scroll to Top