বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টিতে পারদ নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতায় পাঁচ ডিগ্রি নামল পারদ। বৃহস্পতিবার রাতের দিকে কলকাতায় ঝড়-বৃষ্টি হয়েছে। দমকা হাওয়ার সঙ্গে কোথাও ঝিরঝিরে বৃষ্টি, কোথাও বেশ কিছু ক্ষণের জন্য ঝমঝমিয়ে বৃষ্টি হয়। গরমে কিছুটা স্বস্তি দিয়েছে এই ঝড়-বৃষ্টি। এর ফলে এক দিনে পাঁচ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।
বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। রাতে ঝড়বৃষ্টির কারণে শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রিতে নেমে এসেছে, এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.২ ডিগ্রি কম। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার হাওয়ার বেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।