৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কলকাতায় কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হয়ে মৃত্যু দু’জনের

High News Digital Desk:

কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কাপড়ের গুদামে। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে দু’জনের। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকল। দমকল এবং পুলিশের তৎপরতায় ওই বাড়ি থেকে বেশ কয়েক জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভোরে ওই বাড়ির ছাদ থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভর্তি করানো হয় কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাঁদের। মনে করা হচ্ছে, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। তাতেই মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে ৬৫/এ পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি বাড়ির চারতলায়। ওই চারতলাতেই রয়েছে কাপড়ের গুদাম। দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় মধ্যরাতেই আগুন নিয়ন্ত্রণে আসে।

Scroll to Top