২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫
২১ কার্তিক ১৪৩২ শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে মেট্রো সংখ্যা বাড়াতে নয়া উদ্যোগ কর্তপক্ষের

High News Digital Desk:

উত্তর- দক্ষিণ লাইনের মেট্রো নিয়ে নয়া উদ্যোগ| জানা যাচ্ছে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর‌্যন্ত মেট্রো সংখ্যা বাড়ানোর জন্য দক্ষিনেশ্বর লাইনের দৈঘর্য বেশ কিছটা বাড়ানো হবে বলে খবর সূত্রের | প্রায় ৯০০ মিটার বাড়ানো হবে| তার জন্য অতিরিক্ত জমি চেয়ে কলকাতা মেট্রোর তরফে আবেদন করা হয়েছে রাজ্য সরকারের কাছে| পরিকল্পনা নকশা তৈরির কাজও শেষ| গোটা বিষয় নিয়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বদের সাথে বৈঠক হয়েছিল কর্তপক্ষের যা মূলত সফল হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি|
বর্তমানে কবি সুভাষ থেকে দমদম পর‌্যন্ত ২৮৮ টি এবং দক্ষিণেশ্বর পর‌্যন্ত ১৭২ টি ট্রেন চলে| কিন্তু এই সংস্কারের হলে সবকটি ট্রেনই দক্ষিণেশ্বর পর‌্যন্ত চালানো সম্ভব হবে| মূলত ক্রসওভার থাকে স্টেশন পেরোনোর ২৫০ মিটারের মধ্যে| কিন্তু সরাসরি মন্দিরে যাওয়ার জন্য ২০১৮ সালে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক তৈরি করা হয়| যার জন্য জায়গা কম থাকায় দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের লাইনে কোনো ক্রসওভার তৈরি করা সম্ভব হয়নি| তাই বরানগরে ক্রসওভার তৈরি করা হয়| এই কারনে বরানগর থেকে দক্ষিণেশ্বরে লাইন বদল করে ট্রেন ঢকতে বেশ খানিকটা সময় লাগে| তবে দক্ষিণেশ্বর লাইনের দৈঘর্য বাড়ানো হলে এই সমস্যা হবে না এবং ট্রেনের গতিও বাড়বে বলে জানিয়েছেন রেড্ডি| তিনি আরও জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে সৱুজ সংকেত পাওয়া গেছে| খুব তাড়াতাড়ি সংস্কারের কাজ শুরু হয়ে যাবে|

Scroll to Top