৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫
৩ আশ্বিন ১৪৩২ রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৫

কনকনে ঠান্ডা উধাও উপত্যকায়, তুষারপাতের পর সেজে উঠল ডোডা

High News Digital Desk:

তাপমাত্রা বৃদ্ধি পেতেই কনকনে ঠান্ডা উধাও কাশ্মীর উপত্যকায়। বুধবারও শ্রীনগর-সহ ভূস্বর্গের বিভিন্ন স্থানে ঊর্ধ্বমুখী থাকল নূন্যতম তাপমাত্রা। শ্রীনগরে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.০ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১২.০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীরের উঁচু পাহাড়ে আগামী কিছু দিনের মধ্যে তুষারপাত প্রত্যাশিত। বুধবারই নতুন করে তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরের ডোডায়, ডোডা জেলার ভালেসায় তুষারপাতের পর পাহাড় সেজে উঠেছে অপরূপ সৌন্দর্য্যে।

উত্তর কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লা জেলার উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলাও তুষারপাত হতে পারে। উত্তর কাশ্মীরের কয়েকটি স্থানেও হালকা বৃষ্টিপাত প্রত্যাশিত। উত্তর কাশ্মীর ছাড়া কাশ্মীরের সমতল ভূমিতে আগামী কিছুদিনের মধ্যে কোনও উল্লেখযোগ্য আবহাওয়ার পরিবর্তন প্রত্যাশিত নয়।

১৫-১৬ ফেব্রুয়ারি রাতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলকে প্রভাবিত করতে পারে, বিশেষ করে উপত্যকার উঁচু অঞ্চলে। ওই সময়ে বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত, এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কোনও বড় ধরনের আবহাওয়ার পরিবর্তন প্রত্যাশিত নয়। আবহাওয়া মূলত মনোরম থাকবে।

Scroll to Top